যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন ভাই বোনের মধ্যে বোন খাদিজার মৃত্যু

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিনশিশুর মধ্যে খাদিজার মারা গেছে। সোমবার বেলা সাড় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তথ্য নিশ্চিত করেছেন নিহতের মা সুমি বেগম।
সোমবার (১৯মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে হঠাৎ শব্দ শুনে বাসায় যান। সেখানে তিন সহোদর সবুজ আহম্মেদ(৭), খাদিজাতুল কুবরা(৫) ও আয়েশা সুলতানা(৩) শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত শিশুদের উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সোমবার (১৯ মে)বেলা ১১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। স্বজনরা লাশ নিয়ে যশোরে ফিরছেন।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
তিনি আরো জানান, সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি সাদৃশ্য বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। তখন সবুজ সেটি তুলে বাসায় এনে অন্যান্য বোনদের সাথে বল খেলা করছিল। তখন নাড়াচড়াই বোমাটি বিস্ফোরিত হয়।
যশোর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত জানিয়েছেন, মৃত্যুর খবর ফোনে পেয়েছি।