বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একইসাথে জেলার সবগুলো হাওরেও পানি বাড়ছে।
২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫.১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এই স্থানে নদীটির পানি বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে অবস্থান করছে।
এ ছাড়া যাদুকাটা, পাটলাই, কুশিয়ারা, নলজুর, চেলা, চলতি, রক্তি, বৌলাইসহ সব নদীর পানি বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হাওরে পানি প্রবেশ করে ধীরে ধীরে টইটুম্বুর হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া, আগামী ৩ দিন সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানাযায়।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
এতে নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে গত ১৫ মে সুনামগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জেলার সীমান্তবর্তী উপজেলাসমূহে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগণকে সতর্ক থাকার জন্য নির্দেশ করা হয়।
এদিকে, সুনামগঞ্জে আপাতত বড় কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। তিনি বলেন, বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আছে।
তিনি বলেন, জেলার সবগুলো হাওরের স্লুইস গেইটসহ বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। সুরমা নদীর পানিও বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে রয়েছে।