বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি
টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। একইসাথে জেলার সবগুলো হাওরেও পানি বাড়ছে।
২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার। এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫.১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এই স্থানে নদীটির পানি বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে অবস্থান করছে।
এ ছাড়া যাদুকাটা, পাটলাই, কুশিয়ারা, নলজুর, চেলা, চলতি, রক্তি, বৌলাইসহ সব নদীর পানি বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হাওরে পানি প্রবেশ করে ধীরে ধীরে টইটুম্বুর হচ্ছে। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে আকস্মিক বন্যা হতে পারে। এছাড়া, আগামী ৩ দিন সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানাযায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
এতে নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে গত ১৫ মে সুনামগঞ্জ জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জেলার সীমান্তবর্তী উপজেলাসমূহে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগণকে সতর্ক থাকার জন্য নির্দেশ করা হয়।
এদিকে, সুনামগঞ্জে আপাতত বড় কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। তিনি বলেন, বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আছে।
তিনি বলেন, জেলার সবগুলো হাওরের স্লুইস গেইটসহ বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। সুরমা নদীর পানিও বিপৎসীমার ২ দশমিক ৬ মিটার নিচে রয়েছে।





