কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামের মো. মেজবাহ্ উদ্দিনের বাড়িতে তার ছেলে মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদ পায়। পরে বুধবার রাত সাড়ে ১১টার সময় কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে এএসঅই আলমগীর হোসেন, বিশেষ আনসার মো. মনিরুজ্জামান ও মো. লিটনসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় এস আই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামান আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল পুলিশের উপর মাদক কারবারিদের হামলার কথা স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে তাদের জোড়ালো অভিযান চলমান রয়েছে। আর এ হামলার ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।