সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪

Sadek Ali
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৪ মে ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুচ্ছ বিষয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘাতকালে ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় (৩০), সাব্বির (১৮), আল-আমিন (২০) ও জাহিদ (১৮) নামে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় ডিএনডি লেকের পাড়ে হৃদয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে রায়হানকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

এ ঘটনায় নিহতের বাবা সামিম খান বাদী হয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় হৃদয় গ্রুপের ৮ জনের নামে মামলা করেন।

সামিম খান জানান, ছেলে আব্দুল্লাহ খান রায়হান তার সঙ্গে এসি মেরামতের কাজ শিখে। ঘটনার সময় তার ছেলে বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকের পাড়ে দাঁড়িয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেইম খেলছিল। পূর্বের ঝগড়ার জের ধরে অভিযুক্তদের সঙ্গে মারামারির একপর্যায়ে রায়হানের বুকে হৃদয় ছুরিকাঘাত করে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা করেছেন। চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।