লালপুরে যৌথ বাহিনীর অভিযানে গাজাসহ ব্যবসায়ী আটক

Sadek Ali
এ জেড সুজন, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ২৪ মে ২০২৫ | আপডেট: ১:৫২ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে কৌশলে নিজেদের পাট ক্ষেতে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও চম্পা বেগম নামে এক দম্পতি। 

শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৮০০ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এলাকায় স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পাট চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গাঁজা উৎপাদন করে স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, যা এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ফেলছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পাট ক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজার চাষ ও ব্যবসা চলছিল, তা সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।