সীতাকুণ্ডে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ২৯ মে ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট দারোগারহাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২৮ মে) রাতে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটে এ ঘটনা ঘটে। কলিম বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সংক্রান্ত নানান বিষয়ে কলিম গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার রাতে প্রতিপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলিম গ্রুপের ওপর হামলা চালায়। এসময় কলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি কলিম উদ্দিন নিহত হয়েছেন। মাদক ব্যবসায় বাধা পেয়ে দুষ্কৃতকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ব্যবসার বিরোধে পক্ষের সংঘর্ষে কলিম উদ্দিন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।