ব্যাংকের সবাই রহস্যজনক অজ্ঞান, টাকা লুটের আশঙ্কা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ০১ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার ম্যানেজারসহ ৬ জনকে ব্যাংকের ভেতর থেকে রহস্যজনকভাবে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কর্মকর্তা-কর্মচারীরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক সৌমিক জামান খান, কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, হোসনা আক্তার, মেরিনা, সুকান্ত ও নিরাপত্তাকর্মী কামাল মিয়া।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। বেলা ১টার দিকে ব্যাংকের ম্যানেজার সৌমিক জামান খানসহ ছয়জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা, ব্যাংক লুট করতে অপরাধী চক্র কর্মকর্তা-কর্মচারীদের কোনো কিছু প্রয়োগ করে অচেতন করে থাকতে পারেন। টাকা লুটেরও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এখনো কিছু বলতে পারছি না, ব্যাংকে কর্মরত সবাই একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে বিস্তারিত বলা যাবে।’

ওসি বলেন, ‘এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, সেনাবাহিনীর টিম আছে, আমরা সবাই সম্মিলিতভাবে পর্যবেক্ষণ করছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ব্যাংকে কর্মরত যারা অসুস্থ হয়েছেন, তাঁরা সুস্থ হলে সবকিছু জানা যাবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, কুলিয়ারচরের থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখাটির অবস্থান। তিন বছর ধরে সেখান থেকে শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছয়জন। বেলা ১টার দিকে কয়েকজন গ্রাহক গিয়ে দেখতে পান, প্রধান ফটকের সামনে একজন পড়ে আছেন। ভেতরে অন্যরাও যার যার অবস্থানে পড়ে ছিলেন। তারা সবাই বমি করছিলেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।