সাতক্ষীরায় আইসক্রিম বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

Sadek Ali
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরায় এক আইসক্রিম বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ও পায়ে এগারোটি সেলাই দিতে হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন।

ভুক্তভোগীর নাম ফিরোজ হাসান (৪৫)। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ছিদ্দিক মোড়লের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দামুড়হুদায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ রুপা জব্দ

আহত ফিরোজ হাসান জানান, আইসক্রিম বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত নয়টার দিকে ছয়ঘরিয়া মোড়ে পৌঁছালে একটি মোটর সাইকেলে কালো কাপড়ে মুখ ঢাকা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলায় ছুরি ধরে। এসময় কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাতে বাধা দেন। এরপর ছিনতাইকারীরা তার হাতে- পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি বলেন, তার ব্যাগে আনুমানিক ২৯ হাজার টাকা ছিলো।

ঘটনার পরে খবর পেয়ে নিকট আত্মীয়রা যেয়ে তাকে উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার জানিয়েছেন, আহতের ঘাড়ে, হাতে ও পায়ে ক্ষত হয়েছে। তবে, ঘাড়ে সেলাই দেওয়ার দরকার হয়নি। অন্য দুজায়গায় সেলাই দিতে হয়েছে।

আরও পড়ুন: তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।