জুলাই গণঅভ্যুত্থান দিবস: কেন্দুয়ায় হিলালী-দুলালের নেতৃত্বে পৃথক বিজয় মিছিল-সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং একই আসনের মনোনয়নপ্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেন্দুয়া পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড় থেকে স্থানীয় বিএনপি ও দলটির সকল অঙ্গসংগঠনের আয়োজনে এবং বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোসলেম প্রমুখ।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান
বিজয় মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ দলটির সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অপরদিকে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ব্যানারে এবং বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে বিকেলে কেন্দুয়া পৌরশহরের খাদ্যগুদাম এলাকা থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খাদ্যগুদাম মোড় এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুকের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া অপু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফিন আহমেদ ভূঁইয়া প্রিন্স প্রমুখ।
বিজয় মিছিল ও সমাবেশে বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।