শাহবাগে ছাত্রদলের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে রোববার (৩ আগস্ট) সমাবেশ করছে ছাত্রদল। সমাবেশ ঘিরে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট থেকে আসতে শুরু করেছেন সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির জানান, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রসমাজের অঙ্গীকারের প্রতীক। শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আমরা আমাদের দাবি তুলে ধরব।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও বিশাল বহর নিয়ে সকালেই শাহবাগে পৌঁছান। সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন। মেজবাহ বলেন, “আমরা ভোরেই এখানে চলে এসেছি। এখন সকালের নাশতার বিরতি চলছে, এরপর শুরু হবে মূল অবস্থান।”
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি স্লিপে স্বামীর জায়গায় নাম লিখায় তুষারের বিচার চাইলেন নীলা
ছাত্রদলের নেতারা জানান, এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছেন এবং দেশবাসীর কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন।