সিলেটে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পাহাড়ি ঢল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে সিলেটের চারটি উপজেলায় জলাবদ্ধতা অব্যাহত রয়েছে। অধিকাংশ এলাকাই এখনও পানির নিচে। এমন পরিস্থিতিতে যে কোনো দুর্ঘটনা এড়াতে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় জনপ্রিয় পর্যটন সাদাপাথর। এতে স্থানীয় ব্যবসায়ীদের মালামাল ভাসিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ‘সাদা পাথর’ কেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া স্থিতিশীল হলে কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় ৫৮২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুমও চালু করেছে।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা ও কুশিয়ারা নদী বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার বিকেল ৩টায় কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে এবং অমলসীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১.৪৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে সাদা পাথর পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ রয়েছে ওই দিন থেকে।