লক্ষ্মীপুরে ১৫ নেতাকর্মী নিয়ে জাপার বিক্ষোভ সমাবেশ!

Sanchoy Biswas
জাহাঙ্গির লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে ১৪-১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির (জাপা) ব্যানারে এ আয়োজন করা হয়।

জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে সকাল ১০ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচির পূর্ব নির্ধারিত সময় ছিল। কিন্তু পর্যাপ্ত নেতাকর্মীর অনুপস্থিতি ও জেলা সভাপতি মাহমুদুর রহমান ঢাকা থেকে আসতে দেরি হওয়ায় বিকেল ৩ টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার

কর্মসূচি নিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান বলেন, আমি ঢাকায় ছিলাম। সড়কে যানজট থাকায় আমার আসতে দেরি হয়। এতে কর্মসূচি দেরিতে করতে হয়েছে। তবে নেতাকর্মীর উপস্থিতি কম নিয়ে কোনো উত্তর দেননি তিনি। 

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সহ-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন প্রমুখ।

আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বক্তারা বলেন, জাতীয় পার্টি ভেসে আসেনি। যারা আমাদের চেয়ারম্যানের বাস ভবনে হামলা করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তারা দলের প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে আঘাত করছে। এ আঘাতের কঠিন জবাব দেওয়া হবে। 

তারা আরও বলেন, আজ যে সকল বাচ্চা-কাচ্চারা জাতীয় পার্টির সমালোচনা করে। আওয়ামী লীগের দোষর বলে। ওই সকল বাচ্চা-কাচ্চারা জাতীয় পার্টির ইতিহাস জানে না৷ এই দেশে একসময় জাতীয় পার্টি নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও দিবে। সরকার গঠন করবে।