লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম হলো খাদিজা (২) এবং তাফসির (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: হাদির মৃত্যু নিয়ে কটুক্তি, নারী চিকিৎসককে অব্যাহতি

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজিম নোমান। দুই শিশুর মৃত্যু নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

মৃত খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে এবং মৃত তাফসির একই পরিবারের শাহজানের ছোট ভাই ইমরানের ছেলে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেলো যুবকের

স্থানীয় ও এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু দুটি কোরবানীর গুরু নিয়ে মেতে ছিল। গরুকে বিভিন্ন ঘাস, লতা-পাতা এনে খাওয়াচ্ছিল শিশু দুটি । কোন ফাঁকে তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে চলে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ির লোকজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখে। শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় ন্যশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজিম নোমান বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক ভাবে দাফনের প্রস্তুতি চলছে।