ব্যপক নিরাপত্তায় বায়তুল মোকাররমে প্রবেশ করছেন মুসল্লিরা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। কিন্তু দুই ঘণ্টা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের জামাতে অংশ নিতে মসজিদে প্রবেশ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
পবিত্র ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) ফজরের নামাজের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে জাতীয় মসজিদে আসছেন মুসল্লিরা।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এদিকে, বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মসজিদ এলাকায় তৎপর রয়েছেন।
মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে মসজিদের প্রবেশ ও বাইরের পথগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
এর আগে ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির হবেন মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. বিল্লাল হোসেন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। পাশাপাশি বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।