কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৫ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার (১১ জুন) কুলাউড়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।

আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা

তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের- মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দীন, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেক, সেক্রেটারি আবু বকর শিপন, সরকারি কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাইদ লাবিবসহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন