কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, মালিকের তিন মাসের কারাদণ্ড

গাজীপুরে কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় কারখানার মালিককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নিষিদ্ধ পলিথিন কারখানা স্থাপন করে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, সেখানে প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয়, পরে সেই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এসময় কারখানার ভিতরে পলিথিন ও প্লাস্টিকের দানা পাওয়া যায়। এছাড়া, পলিথিন ও প্লাস্টিকের দানা উৎপাদনের মেশিনও রয়েছে।
সূত্র আরো জানায়, পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
আরও পড়ুন: জিম্মি করে মুক্তিপন আদয়ের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৫
অভিযানে কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে। পরে দণ্ডিত আব্দুল আওয়ালকে পুলিশ প্রহরায় গাজীপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্লাস্টিকের দানা, পলিথিন উৎপাদনের বিভিন্ন উপাদান, মেশিন পাওয়া যায়। সেখানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। একারণে পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অবৈধ কারখানা বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হয়।
তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।