রাজবাড়ীতে সবজি বাজারে ক্রেতার মুখে হাসি

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৫ | আপডেট: ১:০৮ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর সকল বাজারে বাজারে মৌসুমি সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মুখে।

বুধবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উপজেলার বাজারগুলোতে ঢেঁড়স, ঝিঙে, করলা, পুঁইশাক, কচু, শসা,  লালশাক, বেগুন, চিচিঙ্গা-সবই বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে কম দামে। করলা ২৫-৩০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা, শসা ২৫-৩০ টাকা, পুঁইশাক ৮-১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। পটল, বেগুন, বরবটি, ঢেঁড়স ৩৫-৪০ টাকায় মিলছে। সবজির এমন দামে ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

উপজেলার সবজি বাজারে বাজার করতে আসা ক্রেতারা জানান, গত এক সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম অনেকটা কমেছে। সবজির দাম কম থাকায় চাহিদামতো নিতে পারছেন।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

সবজি বিক্রেতারা জানান, আষাঢ় মাসের শুরুতে নতুন সবজি উঠছে। সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। তবে যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকলে আবারও দাম বাড়তে পারে।