আখাউড়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ৬:২৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস্ এর আয়োজনে আখাউড়ায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার সকালে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়।

পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট্স এর কমিশনার ও কার্নিভাল বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. আবু বক্কর ছিদ্দীক, আখাউড়া রেলওয়ে জেলা স্কাউট্স এর সহ-সভাপতি ও কার্নিভাল বাস্তবায়ন কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী, রেলওয়ে জেলা স্কাউট্স এর সহ-সভাপতি, রেলওয়ে জেলা স্কাউট্স সাবেক কাব লিডার শফিকুল আলম তুরান, কার্নিভাল চীফ এএলটি আহসান কবির লিটন, কার্নিভাল বাস্তবায়ন কমিটির সদস্য এএলটি নাজমুল ভূইয়া মিঠ, কার্নিভাল প্রোগ্রাম কর্মকর্তা মাজহারুল ইসলাম উড ব্যাজার প্রমুখ।

আরও পড়ুন: ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

বেলা ১১ টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ ঢাকায় এক অনুষ্ঠানে সারাদেশে এক যোগে কাব কার্নিভালের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

দিনব্যাপী আয়োজনে রেলওয়ে আখাউড়া জেলা স্কাউটস এর অধীনস্থ বিভিন্ন গ্রুপের প্রায় ২০০ কাব স্কাউট, ইউনিট লিডার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। কাবেরা আনন্দ উচ্ছ্বাসে বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলগত ও একক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে কাব স্কাউটরা।

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়া বিএনপি নেতার হুমকি-ধমকি

বিকেলে অংশহণকারী বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম ইস্পাহানী, সহ: অধ্যাপক হাফিজুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ।