নেত্রকোনায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের গণসংযোগ

Sanchoy Biswas
সোহেল মিয়া, নেত্রকোনা
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৭ জুন ২০২৫ | আপডেট: ৫:৩৩ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক শুক্রবার জেলার ঐতিহ্যবাহী মদনপুর এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।

দিনের শুরুতে তিনি মদনপুরে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ স্বাগত জানান। তিনি মদনপুর ফকিরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ কমিটির আহ্বানে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং মসজিদ উন্নয়নে এক লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

পরে তিনি মদনপুর মধ্য পশ্চিমপাড়ায় নির্মাণাধীন শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং মসজিদের নির্মাণকাজে সহযোগিতার জন্য আরও আর্থিক অনুদান প্রদান করেন।

গণসংযোগ শেষে অধ্যাপক ডাঃ মোঃ  আনোয়ারুল হক মদনপুর পশ্চিম পাড়ায় অবস্থিত পবিত্র হযরত শাহ্ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুখ সুরতনী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

এ সফরে তার সঙ্গে ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির নেতা সোলায়মান ফকির, সেলিকুর রহমান স্বপন, তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।