পুলিশের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জে পুলিশের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূক্তভোগী পরিবারসহ বাঘরার সাধারণ জনগণ। সোমবার (৩০জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ভূক্তভোগী পরিবার দাবী করেন- ঘটনায় বিকাশের সহযোগী আবিরকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই মূল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। ভূক্তভোগী রাহাতের মা সুবর্ণার নেতৃত্বে মানববন্ধনে বাঘড়া এলাকার শতাধিক নারী পুরুষ।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের বাঘড়া এলাকার সৌদি প্রবাসী রাহতকে চার্জশীট থেকে বাদ দেওয়ার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় চার্জশীটে নাম দিয়ে দেয় পুলিশ। মনগড়া একটি সাজানো প্রতিবেদন দিয়ে এই চার্জশীট গঠন করে। ফলে একজন সৌদি প্রবাসীর জীবনে নেমে আসে অন্ধকার। পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। জেলা প্রশাসক বরাবর আবেদন করেও কোন সুরাহা পাননি বলে দাবী করছেন ভূক্তভোগী পরিবার।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাক্ষীর কথা বলে থানায় নিয়ে যায় এবং অস্ত্র মামলা দিয়ে দেয়। পরবর্তীতে ১লাখ টাকা দাবী করে এবং উচ্চ বাচ্চ করলে পেন্ডিং মামলায় দিয়ে দেওয়ারও হুমকি প্রদান করে এস.আই তারেক।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
বর্তমান মেম্বার আওয়ামীলীগের দোসর নুরুজ্জামানের সাথে পুলিশের সখ্যতা থাকার কারণে তার ভাগিনাকে ছাড়িয়ে নিয়ে যায়। তার ভাগিনা আবিরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই এই অস্ত্রের মূল হোতাদের পাওয়া যাবে। পুলিশ তাদেরকে গ্রেফতার না করে নিরহ লোকদের হয়রানী করে যাচ্ছে। পুলিশের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই মানব বন্ধনের মাধ্যমে।