জামিন পেয়ে দেশ ত্যাগের আশঙ্কা পরিবারের

সিলেটে বহুল আলোচিত রায়হান হত্যা: প্রধান আসামি এসআই আকবরের জামিন

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৩১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের চাঞ্চল্যকর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

রোববার (২০ আগস্ট) সকালে জামিন পেয়ে তিনি ঐদিনই সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে বের হয়েছেন।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এসআই আকবর হোসেনের জামিন ও কারাগার থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

জামিন পাওয়ার খবরে নিহত রায়হানের পরিবারে নেমে এসেছে একরাশ হতাশা। নিহত রায়হানের মা জানিয়েছেন, এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন। আমরা হতাশ।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এই চাঞ্চল্যকর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং যে-কোনো দিন রায় ঘোষণার তোড়জোড় চলছিল। এরই মধ্যে মূল ঘাতক এসআই আকবর জামিন পেয়েছেন এবং তার দ্রুত দেশ ত্যাগের আশঙ্কা করছেন নিহত রায়হানের পরিবার।

রায়হান আহমদকে (৩৪) সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ৫ বছর আগে। ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। পুলিশের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছিল।

এই মামলার আসামি আশেক এলাহীও আজ-কালকের মধ্যে জামিন পেতে পারেন। আর বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এর মধ্যে একজন আমেরিকায়, একজন ফ্রান্সে ও দুইজন মধ্যপ্রাচ্যের দুই দেশে রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরে ১১ অক্টোবর রায়হানের মৃত্যু হয়।

এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী মামলা করেন। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে একই বছরের ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রধান অভিযুক্ত আকবরকে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

পরে ২০২১ সালের ৫ মে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। এতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়।

অন্যরা হলেন– সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয়, কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)।