কুলাউড়ায় আন্তঃইউনিয়ন ফুটবল লীগ উদ্বোধন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে শুরু হয়েছে আব্দুল বারী চৌধুরী (এবিসি) স্পোর্টস একাডেমি আন্তঃইউনিয়ন প্রিমিয়ার ফুটবল লীগ। বুধবার (২ জুলাই) বিকেলে পিরেরবাজার সংলগ্ন খেইড়টিলা অগ্রণী ক্লাব মাঠে পায়রা উড়িয়ে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লীগ পরিচালনা কমিটির সভাপতি আহরারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খুরশীদ উল্লাহ্‌। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এবিসি একাডেমির এই আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকলে এখান থেকেই গড়ে উঠবে প্রতিভাবান ফুটবলার।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

এবিসি একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক তুহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, শিক্ষক আব্দুল মালিক শামীম প্রমুখ।

অনুষ্ঠানে লীগ পরিচালনা কমিটির উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তঃইউনিয়ন এ লীগে হাজীপুর ইউনিয়নের ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে শুভেচ্ছা ক্লাব ও এমসিএইচ মুখোমুখি হয়।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের