সাভারের এনাম মেডিকেলের কর্মচারীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৫ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের এনাম মেডিকেলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ট্রেড ইউনিয়ন। এসময় তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে  বিক্ষোভ শেষে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এসময় বিক্ষোভকারীরা বলেন, কতৃপক্ষের কাছে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো হস্তান্তর করি। এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আজ  মঙ্গলবার প্রতিশ্রুতি দেন।  কিন্তু তারা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেন নি। ফলে  নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই। আজ সকাল সাড়ে ১১ টায় একটি  ১ ঘন্টার একটি আল্টিমেটাম দেই। এর পরেও কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেননি। ফলে আগামীকাল থেকে সকল স্টাফরা কর্মবিরতি পালন করবেন। 

এসময় হাসপাতালের সকল স্টাফ-কর্মচারী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী

এব্যাপারে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার কাদীর নাজিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।