সংবাদ প্রকাশের পর

নরসিংদীর হাড়িধোয়া নদী দূষণমুক্ত করতে ১০ কোটি টাকা বরাদ্দ

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর হাড়িধোয়া নদীকে দূষণমুক্ত ও পুণর্জীবিত করতে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে রবিবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড নরসিংদীর উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির। আর বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

এর আগে কচুরিপানার দখলে, দূষণের হাত থেকে হাড়িধোয়া-মেঘনাকে বাঁচাবে কে? এবং সর্বশেষ নদীর পানি দূষণরোধে ভূমিকা নেই পরিবেশ অধিদপ্তরের শিরোনামে দৈনিক বাংলাবাজার পত্রিকায় হাড়িধোয়া নদী নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হাড়িধোয়া নদী দূষণমুক্ত ও পূর্ণজীবিত করতে উক্ত মন্ত্রণালয়ের মাধ্যমে ১০ কোটি টাকা বরাদ্দ দেন।

প্রকৌশলী মো. হুমায়ুন কবির বাংলাবাজার পত্রিকাকে জানান, নদীটির পুনরায় প্রাণ ফিরিয়ে আনতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৬৬ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং পানি উন্নয়ন বোর্ড নরসিংদীকে এ অর্থ বরাদ্দ দেন। তবে এখনও অর্থ ছাড়ের সরকারি কোনো আদেশ (জিও) পত্র দেওয়া হয়নি। আশাকরি খুব শীঘ্রই আমরা জিও লেটার হাতে পেয়ে যাব। এটি পেলেই সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।  

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন