আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া ইটভাটার নিকট এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তার ফার্মের কর্মচারী ফরিদপুর গ্রামের পলাশ (৪০)।

এলাকাবাসী জানায়, রিয়াদ ও পলাশ নওদাপাড়া ইটভাটার নিকট রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে দ্রুত আলমডাঙ্গা আল মদিনা ক্লিনিকে নিয়ে যায়। এসময় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

স্থানীয়রা ধারণা করছেন, কোনো যানবাহন মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।