চুয়াডাঙ্গায় ট্যাংকলীর ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৬

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাংকলরীর ধাক্কায় ইজিবাইকের অজ্ঞাত পরিচয় এক নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ছয়জন।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে। রাতে এখবর লেখা পর্যন্ত নিহতদের সবার পরিচয় শনাক্ত করা যায়নি। আহতরা হলেন, ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫) এর যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ইয়াসিন। নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আরও পড়ুন: মামলায় নেই অগ্রগতি, সাড়ে তিন বছরেও চার্জশীট দেয়নি দুদক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্যাংক লরি ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) ও এক নারী নিহত হন। এসময় ইজিবাইক চালকসহ আহতদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত পরিচয় একজন পুরুষ মারা যান।
জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৭২ ঘন্টা আল্টিমেটাম শেষে ফের মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের