দালাল তোফাজ্জল ও স্ত্রী জেসমিন এর খপ্পরে পড়ে সৌদি আরবে নিঃস্ব চুনারুঘাটের ৪০ যুবক

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে উচ্চ বিলাসী বেতনের লোভ দেখিয়ে ৪০ যুবক কে নিঃস্ব করার অভিযোগ উঠেছে দালাল তোফাজ্জল ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে।তোফাজ্জল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের সুরুজ আলীর ছেলে।ইতিমধ্যেই দালাল তোফাজ্জল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।বছরখানেক আগে দালাল আফজলের লোভনীয় অফারে চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায় ৪০ জন যুবক সৌদি আরব ভিসা দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা করে নেয়।তাদেরকে সেখানে নেওয়ার পর আকামা বা কাজের সুযোগ সুবিধা দেয়নি দালাল তোফাজ্জল। ফলে এক বছর যাবত রাস্তায় ও পার্কের বিভিন্ন স্থানে রাত যাপন ও মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগীরা।তারা সৌদি আরব থেকে সামাজিক মাধ্যমে মানবতার জীবনযাপন এর বিভিন্ন চিত্র তুলে ধরে কান্না জড়িত কন্ঠে ভিডিও প্রকাশ করেন।

দালাল তোফাজ্জল প্রতিবেশী বলেন,১ বছর পূর্বে তার কিছুই ছিল না। হঠাৎ ২ কোটি টাকা খরচ করে নিজের আলিশান বাড়ি তৈরি করেন তার স্ত্রী জেসমিন।বাংলাদেশে দালাল তোফজ্জলের টাকা-পয়সার লেনদেন করেন তার স্ত্রী জেসমিন। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা শামীম আহমেদ সৌদি আরব থেকে ভিডিও বার্তায় বলেন তিনি এক বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন, বারবার দালাল তোফাজ্জল কে টেলিফোন দিলে সে ফোন রিসিভ করছেনা।

একইভাবে জাহির মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া,শওকত আলীর ছেলে শাকিল মিয়া,বাচ্চু মিয়ার ছেলে শাহিন মিয়া,দুদুমিয়ার ছেলে হৃদয় মিয়া, মোতালেব মিয়ার ছেলে লিটন মিয়া,বাসুল্লা গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাঈম মিয়া,মোস্তফা মিয়া ছেলে উজ্জল মিয়া সহ ৪০ জন।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,ইদানিং অনেক লোকজন দালাল তোফাজ্জল এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। সে প্রবাসে থাকার কারণে বিষয়গুলো মীমাংসা বা কোন প্রদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ভুক্তভোগীরা আমাকে ফোন দিয়ে বারবার যোগাযোগ করছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন,অনেকেই মৌখিকভাবে অভিযোগ দিচ্ছেন তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।