পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, দেশি অস্ত্র ও বিদেশি মুদ্রা উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৩ আগস্ট রাত ১টায় পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে যৌথ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পটুয়াখালী সদর থানা পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
অভিযানে মো. আল-আমিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বসতঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা, নগদ ৮ হাজার ২৪৬ টাকা, ১০ সৌদি রিয়াল, একটি দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক সামগ্রী, একটি পাসপোর্ট এবং কয়েকটি খেলনা অস্ত্র।
আটক মো. আল-আমিন বর্তমানে পটুয়াখালী সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
অভিযান পরিচালনাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।





