টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (৭ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মাহি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩
এ বিষয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী সার্কেল) মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক বাসটি জব্দ করে ধনবাড়ী থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।