মুন্সীগঞ্জ জেলা পুলিশকে গাড়ি উপহার দিলো যমুনা ব্যাংক ফাউন্ডেশন

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জ জেলা পুলিশকে গাড়ি উপহার প্রদান করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সোমবার দুপুরে দিকে জেলা পুলিশ লাইন্সের এ গাড়ি চাবি হস্তান্তর করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ ৪০ লাখ টাকা মূল্যের নতুন হাইস গাড়ির চাবি তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের হাতে।

পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জুলাই শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, তাদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

তিনি বলেন, এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে আস্থার সৃষ্টি হয়েছে। এবং উন্নয়নের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, আলহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরসহ জেলা যমুনা ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।