মিথ্যা মামলা দিয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা সাবেক কমিশনার আনোয়ারের বিরুদ্ধে

দখলবাজি, চাঁদাবাজি, হুমকি ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী নিশাত জাহান জানান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মিজান উদ্দীন হায়দার আরজু ও ক্যামেরা কবিরের ষড়যন্ত্রের শিকার তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর নাখালপাড়ায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন ন্যায়বিচার প্রত্যাশী ও নির্যাতিত পরিবার নিশাত জাহান ও তার স্বামী বিপ্লব হোসেন।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
নিশাত জাহানের পৈতৃক সম্পত্তির একটি ফ্ল্যাট দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্নভাবে তাকে অত্যাচার-নির্যাতন করা হচ্ছে। এ থেকে রেহাই পেতে এবং দোষীদের বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করেছেন বলে জানান নিশাত জাহান।
বর্তমানে আসামিরা আইনের তোয়াক্কা না করে আমাদের প্রতিনিয়ত জান-মাল হানির হুমকি দিচ্ছে। যার কারণে আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা প্রশাসনের কাছে যথাযথ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও জানান, বিগত ২৬-০৬-২০২৫ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দীন হায়দার আরজু একটি সংবাদ সম্মেলন করেন।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
এসময় আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, নিশাত জাহান তার কাছে মহিলা দলে যোগ দিতে চান, তাই তাকে ইঞ্জিনিয়ার মিজান উদ্দীন হায়দার আরজুর কাছে পাঠান—এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নিশাত জাহান।
তিনি বলেন, আমি যদি মহিলা দলে যোগ দিতে চাই, তাহলে আমার বাসার এক বিল্ডিং পরেই তেজগাঁও থানা জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী রিনা আপার বাসা। আমি দীর্ঘদিন যাবৎ রিনা আপার সঙ্গে বিএনপির সকল মিটিং, মিছিল ও দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছি। আমার বাসার নিকটে মহিলা দল নেত্রীর বাসা থাকার পরও আমি কেন আনোয়ারুজ্জামান আনোয়ারের বাসায় যাব?
নিশাত বলেন, আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্য দিয়ে আমার সুনাম ও মান-সম্মান নষ্ট করেছেন। আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, নিশাত ও আরজুর বাসা নাখালপাড়া। এই বক্তব্যও মিথ্যা, কারণ আমার বাসা ৫৮৮ পশ্চিম নাখালপাড়া এবং ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দীন হায়দার আরজুর বাসা ৪৪০ শাহীনবাগ।
যেহেতু আমার বাসা ও আরজু সাহেবের বাসা ভিন্ন ভিন্ন এলাকায়, আমি যদি দলে যোগ দিতে চাই, তাহলে কেন আমাকে আরজুর নিকট পাঠানো হবে? কারণ, তাদের উদ্দেশ্য হচ্ছে আমার ফ্ল্যাট দখল করা।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আনোয়ারুজ্জামান আনোয়ার আমাকে আওয়ামী লীগের দোসর বলেন—এই মর্মে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
নিশাত জাহান অভিযোগ করে বলেন, আমাকে ও আমার স্বামী বিপ্লব হোসেনকে নিয়ে মিরপুর ও আদাবর থানায় দুটি রাজনৈতিক মামলা করা হয়েছে, যার মূল হোতা হচ্ছেন আনোয়ারুজ্জামান আনোয়ার। দ্বিতীয়ত মিরাজ উদ্দীন হায়দার আরজু এবং তৃতীয়ত ক্যামেরা কবির। এই তিনজনের গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের মাধ্যমেই আমাদের নামে এই দুটি থানায় মামলা করা হয়।
নিশাত বলেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দীন হায়দার আরজু আমাদের হয়রানি ও নির্যাতন করছেন। আমরা জান-মালের মারাত্মক ক্ষতি সাধনের পূর্বে থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সাংবাদিকদের মাধ্যমে ন্যায়বিচার আশা করছি। সংবাদ সম্মেলনে এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।