মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

নরসিংদী রায়পুরার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন।
সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সায়েদাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী ও হানিফ মাস্টারের সমর্থক। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এবং বালুরচর গ্রামের হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে সোমবার ভোরে স্থানীয় মসজিদের মাইকে বালুরচরের লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে সায়দাবাদ গ্রামে হামলা করার ঘোষণা দেন। এরপর বালুরচরের এরশাদ গ্রুপের কয়েকশ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টারের লোকজন টের পেয়ে প্রতিহত করার চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় হানিফ মাস্টার সমর্থিত মোমেনা খাতুন নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
উল্লেখ, গত বছরের ২২ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সায়দাবাদ ও বালুরচর এই দুই গ্রামের মাঝে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বালুরচরের এরশাদ গ্রুপের ৬ জন নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অপস্) জানান, সকালে রায়পুর চরাঞ্চলে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।