মসজিদের রড নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

Sadek Ali
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১৭ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজি এবং মসজিদের রড নিয়ে যাওয়ার অভিযোগে শাহাদাত হোসেন (৪০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার কাঁঠালতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত উপজেলার মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি কাঁঠালতলী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন