দেশের জন্য তারেক রহমানের স্বপ্ন আছে: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে একটি ‘স্বপ্ন’ আছে, যা নিয়ে তারা সামনে এগিয়ে যেতে পারবেন। সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের নেতা তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সে স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়—মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা ‘আই হ্যাভ এ ড্রিম’। তারেক রহমান হ্যাজ এ ‘ড্রিম’। ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আমরা জয় করব, ইনশাআল্লাহ।’’

আরও পড়ুন: আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ: সিইসি

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আসুন আমরা পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে, যে সুযোগ পেয়েছি, বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার—আসুন সবাই মিলে একসাথে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। ইনশাআল্লাহ আমরা সফল হব।’’

তবে গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বিশ্বাস করেন, ‘‘যুবদল, ছাত্রদল যতদিন টিকে থাকবে, ততদিন এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না।”

আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং অর্থনীতিকে সচল করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে, অর্থনীতিতে যে পরিবর্তন, অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য, সেটাও করেছে এই বিএনপি। এখন আমরা একটা ক্রান্তিকালীন সময়ে আছি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।’’

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এই আলোচনা সভাটি জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত যুবদলের ৭৮ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।