কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৫

কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ পাচঁজন যাত্রী নিহত হয়েছেন। এতে স্থানীয়রা ওই ট্রেনটি আটক করে রেল লাইনে ২ ঘন্টা ব্যাপী প্রতিবাদ করেছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় জব্দকৃত বালু অপসারণে জরিমানা
তিনি জানান, এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।