আশুগঞ্জে এনসিপির নেতাদের বিরুদ্ধে ভূমি অফিসের জায়গা দখলের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ভূমি অফিসের সীমানাপ্রচীর ভেঙ্গে ভূমি অফিসের জায়গা দখলের অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয়কারী আকিব জাবেদের নির্দেশে আশুগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সুমন মৃধার নেতৃত্বে একদল সমন্বয়ক নামধারীরা জোর করে ভূমি অফিসের সীমানাপ্রচীর ভেঙ্গে জায়গা করে।
এ সময় আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বাঁধা দিলে তাকে মবের ভয় দেখায় এবং একই সাথে অন্যত্র বদলি করে দেয়ার হুমকি দেয়। উপায়ন্তর না দেখে সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগ উঠেছে দখলকে জায়েজ করার জন্য ভূমি অফিসের ভেতরে জুলাইয়ের কথিত অনুষ্ঠান করা হয়।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরে জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।