গেট বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় থানায় অভিযোগ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গতকাল দিবাগত রাতে শহরের মালতীনগর ডিসি বাংলো রোড থেকে ৫০ গজ দক্ষিণে আফতাব উদ্দিন আহমেদের ছেলে রাজিক হাসান (৪৫) বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে একই এলাকার মেট্রো ভিলার মৃত অ্যাডঃ কায়ছার আলীর ছেলে এস.এম কামরুল ইসলাম মিলন (৪০) কে বিবাদী করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, বাদী আর বিবাদীর বাসা পাশাপাশি। বাদীর বিল্ডিং ঘেঁষে বিবাদী প্রাচীর নির্মাণ করে তার বাসার গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে উক্ত বাদী বগুড়া পৌরসভায় অভিযোগ করে। যার প্রেক্ষিতে গত ২৩শে মার্চ/২৪ ইং তারিখে পৌর মেয়র ও স্থানীয় কমিশনারের গার্ড বাহিনী বিবাদীর প্রাচীর ভেঙে দেয়। বিবাদী প্রতারণার আশ্রয় গ্রহণ করে বাদীর নামে ১৮৪৩ সি/২৪ (সদর) মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে উক্ত মামলা জুডিশিয়াল বিজ্ঞ আদালতে চলমান আছে। উক্ত মামলাটি বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ প্রদান করে। এতে মামলার তদন্ত প্রতিবেদনে বাদীর পক্ষে নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক

এমতাবস্থায় গত ৩১শে জুলাই/২৫ তারিখে রাত আনুমানিক ৭টার সময় বিবাদী, বাদীর অগোচরে বৃষ্টির মধ্যে রাতে অন্ধকারে গোপনে পৌরসভার আইন অমান্য করে ভেঙে দেওয়া প্রাচীরের জায়গায় বিবাদী আবারও পুনরায় গায়ের জোরে প্রাচীর নির্মাণ করে এবং বাদীর বাসার গেট বন্ধ করে দেয়। পরবর্তীতে বাদী বিষয়টি সাবেক কমিশনার সিপার আল বখতিয়ারকে অবগত করলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন এবং লিখিত অভিযোগ দায়ের করে।

এতে বাদী জানান যে, এস.এম কামরুল ইসলাম মিলন জোরপূর্বকভাবে পৌরসভার আইন অমান্য করে তার বিল্ডিং ঘেঁষে প্রাচীর নির্মাণ করে বাসার গেট বন্ধ করে দেয়। ইতিপূর্বেও এ ধরনের কার্যক্রম করেছিল। যার প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ গার্ড বাহিনীসহ সরেজমিনে পরিদর্শন করে অনুমোদন ব্যতিরেকে পৌরসভার জায়গার উপর এবং বাদীর বাড়ির গেট বন্ধসহ চলাচলের রাস্তা বন্ধ করে। তৎক্ষণাৎভাবে পৌরসভা কর্তৃপক্ষ গার্ড বাহিনীর সহযোগিতায় বিবাদীর অবৈধ কাজ বন্ধ করে দেয় এবং অবৈধ প্রাচীর ভেঙে দিয়ে গেট ও রাস্তা সচল করে। বর্তমানে বিবাদী আবারও আইন অমান্য করে একই ধরনের অবৈধ কর্মকাণ্ড করছে বলে জানান তিনি।

আরও পড়ুন: নিজ ঘর থেকে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

অপরদিকে বিবাদীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।