গাজীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাস রোধে হত্যা , ঘাতকের বাড়ি পুরিয়ে দিয়েছে জনতা

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাদা দেওয়ায় স্ত্রীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। 

খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দামুড়হুদায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ রুপা জব্দ

নিহত নারীর নাম সুইটি আক্তার (২০)। তাঁর বাড়ি ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে। অভিযুক্ত স্বামী মো. নূরুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। জানা গেছে, দেড় বছর আগে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের চার মাস বয়সী একটি শিশুকন্যা আছে।

স্থানীয়দের অভিযোগ, নূরুল ইসলাম মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন,  তার স্ত্রী সুইটি তাকে এসব কাজে বাদা দেওয়ায় সুইটির ওপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন। স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, “নূরুল ইট দিয়ে সুইটিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং পরে গলা টিপে হত্যা করে। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন