দেশ পরিচালনায় ১৮০ দিনের পরিকল্পনা নিচ্ছেন তারেক রহমান: এ্যানি

আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান—এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশে ফেরার আগেই তারেক রহমান দুর্নীতি দমন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
এ্যানি বলেন, তারেক রহমান দেশে আসবেন। তার আগেই তিনি পরিকল্পনা করছেন কীভাবে দুর্নীতি বন্ধ করা যাবে, কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, কীভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে।
তিনি আরও বলেন, আমরা যদি দুর্নীতি ও অপরাধ দমন না করতে পারি, তাহলে জনগণ বলবে, শেখ হাসিনাই ভালো ছিল। এজন্যই তারেক রহমান ১৮০ দিনের এবং ৩৬৫ দিনের কর্মপরিকল্পনা তৈরি করছেন, যাতে বিএনপির ক্ষমতায় আসার পর জনগণের প্রত্যাশা বাস্তবে রূপ পায়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।