কুমিল্লায় মুসলিম বন্ধুর জানাজায় কান্না করা সেই সুধীর বাবু মারা গেছেন

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের সুধীর বাবু (৭৪) মারা গেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, পাঁচ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ছেলে অর্জুন চন্দ্র দাস।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুসলিম বন্ধু আমির হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়ে পেছনে গাছের গুঁড়িতে বসে কান্নারত অবস্থায় ধরা পড়েন সুধীর বাবু। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর এমন আন্তরিকতা তখন গণমাধ্যমেও শিরোনাম হয়।
সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা, আড্ডা এবং পরবর্তীতে ব্যবসা করতেন তারা। অবসর সময়ও একসঙ্গে কাটাতেন দুই বন্ধু। বন্ধুর মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেছিলেন সুধীর বাবু, এবার তিনিও পরপারে পাড়ি জমালেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন