স্ত্রী-ছেলেসহ বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া এলাকায় বিএনপি নেতা মাসুদ রানা ও তার পরিবারকে কেন্দ্র করে চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শতাধিক গ্রামবাসী, ভুক্তভোগী ও তাদের স্বজনরা পৌরসভার ৭নং ওয়ার্ড যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা, তার স্ত্রী কুশুম আক্তার (পৌর মহিলা দলের সহ-সভাপতি) এবং ছেলে যুবদল কর্মী আকাশের বিরুদ্ধে থানার সামনে মানববন্ধন করেন।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাসুদ পরিবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা দাপটের সঙ্গে চাঁদা দাবি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে।

গ্রামবাসীর লিখিত অভিযোগে বলা হয়, মাসুদ রানা একাধিকবার কারাভোগ করেছেন। তিনি ও তার পরিবার জমি দখল, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ পর্যন্ত কয়েক দফা হামলা ও মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় জব্দকৃত বালু অপসারণে জরিমানা

সম্প্রতি দিনমজুর পরিবার, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে গণস্বাক্ষর জমা দিয়েছেন।

ব্যবসায়ী বাবুল বনিক জানান, যৌথভাবে দোকান চালানোর চুক্তি ভঙ্গ করে মাসুদ জোরপূর্বক জায়গা দখল করে নিয়েছেন। এতে তার লাখো টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী অভিযোগ করেন, মাসুদ পরিবার মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত। নিরীহ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা তাদের নিয়মিত কাজ।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ ও তার স্ত্রী কুশুম আক্তার সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে কিছু লোক তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, মাসুদ পরিবারের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানও জানান, অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন ব্যবস্থা নেবে।