সেতু থেকে সাদাপাথর পর্যন্ত নৌযান চলাচলে কড়া নিষেধাজ্ঞা
কোম্পানীগঞ্জে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। অন্য কোনো নৌযান এ এলাকায় চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়।
প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট এলাকায় বালু ও পাথর লুট ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশে ব্রিজের আশপাশে প্রকাশ্যে বালু লুট চলছিল বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান
এদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন মাইকিং করে নতুন নির্দেশনা কার্যকর করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করে জানান, এই আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





