কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, বড়লেখা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মেসবা, কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম ও নায়েবে আমির মোঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেমপ্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডক্টর রজতকান্তি ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ঐক্যফ্রন্টের উপজেলা আহ্বায়ক বিধান দেব ও সদস্য সচিব গৌরাঙ্গ দে, মৌলভীবাজার ওয়ারিয়র্স অফ জুলাই সদস্য সচিব জাহিদুল ইসলাম, জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার প্রমুখ।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শান্তিপূর্ণভাবে সফল করতে প্রশাসনের সাথে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইউএনও তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্প থাকবে। কুলাউড়ার সকল পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে দুর্গাপূজা সফলভাবে সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেলসহ গণমাধ্যমকর্মীবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা