৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিতে চান আরিফ হোসেন হাওলাদার

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান গাজীপুর-৬ আসনের প্রার্থী আরিফ হোসেন হাওলাদার। তিনি বলেন, “এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের রূপরেখা। ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেব।”

দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেতা ১৯৮৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা আরিফ হোসেন হাওলাদার ছিলেন একাধিক রাজনৈতিক মামলার আসামি এবং হামলার শিকার।

আরও পড়ুন: মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত

দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি রাখা এই নেতা বলেন, “গাজীপুর জেলা এবং মহানগরের মধ্যে সর্বোচ্চ মামলা ও হামলার শিকার আমি। জেল খেটেছি, বারবার জামিনে মুক্ত হয়েও জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হয়েছি। কিন্তু কখনো আন্দোলন থেকে পিছপা হইনি।”

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং সাংগঠনিক ভূমিকা বিএনপির তৃণমূল পর্যায়ে তাকে একজন পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন: নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, অর্ধশতাধিক আহত

গাজীপুর-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা বিশ্বাস করেন, জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির ৩১ দফা সেই পরিবর্তনের একটি বাস্তব রূপরেখা।