তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডাক

খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আট দফা দাবি:
১. আলোচনার শুরু থেকে পরবর্তী সময়ে পর্যন্ত হামলা, সহিংসতা বা ভীতি প্রদর্শন রোধে কর্তৃপক্ষ আইনগত নিশ্চয়তা প্রদান করতে হবে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
২. ধর্ষণ মামলার অবশিষ্ট দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেপ্তারকৃত আসামি চয়নশীলের বিচার দ্রুত সম্পন্ন করে দণ্ড কার্যকর এবং সরকারি গেজেটে প্রকাশ করতে হবে। ভুক্তভোগীকে আর্থিক ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৩. ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারার লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণসহ সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
৪. হামলায় ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বাড়িঘরের ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৫. শান্তিপূর্ণ অবরোধ ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত প্রতিকার দিতে হবে।
৬. আটককৃত সব জুম্ম ছাত্র-জনতাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৭. হামলার ঘটনায় স্বতন্ত্র, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৮. জুম্ম জনগোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এই ঘোষণার পর তিন পার্বত্য জেলায় পরিবহন ও পর্যটন খাতের ওপর বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।