‘আল্লাহ তুই দেহিস’
বৃদ্ধের জোরপূর্বক চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. মজলু মিয়াকে (৫০)। তিনি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার প্রয়াত রজব তালুকদারের ছেলে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
পুলিশ জানিয়েছে, তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, বাউল ফকিরের মতো দেখতে এক বৃদ্ধকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ ব্যক্তি হালিম উদ্দিন আকন্দ (৭০) দীর্ঘক্ষণ চেষ্টা করেও প্রতিরোধ করতে পারেননি। তিনি তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে হালিম ফকির নামে পরিচিত।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্থানীয়রা জানিয়েছেন, হালিম উদ্দিন আকন্দ ৩৭ বছর ধরে মাথায় জট রেখেছেন এবং হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর ভক্ত। আগে কৃষক হিসেবে কর্মরত হলেও বর্তমানে ফকিরি হালে রয়েছেন। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে একটি দল তার মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কাটে। এই ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজটি করেন। সংগঠনটির প্রধান সোহরাব হোসেন আশরাফীকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।