আগামী নির্বাচনে জামায়াত ইসলামিকে ভোট না দেয়ার আহ্বান হেফাজত আমির বাবুনগরীর

জামায়াতে ইসলামীকে কড়া সমালোচনা করে আসন্ন নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম?
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা।
হেফাজত আমির বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।
আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান
এদিকে জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এই বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতের তিনজন দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।