চাঁদা না দেওয়ায় বাসে আগুন: রাজধানীতে নেছার ও সহযোগী গ্রেপ্তার
রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো—ঘটনার মূল হোতা নেছার ও তার সহযোগী দীপু।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে চারজন অস্ত্রধারী। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর চাপাতি দিয়ে বাসে আঘাত করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় বাসের চালক ও হেলপারকে পিস্তল ঠেকিয়ে মারধর করা হয়।
পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ঘটনার পরপরই অভিযুক্ত নেছার বাস মালিকদের কাছে ফোন করে চাঁদার দাবি জানায়।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
বাস কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে একটি প্রভাবশালী মহল তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়াতেই বাসে এই হামলা চালানো হয়।





