আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ ১ জন আটক

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ আজাদ (৩৮) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) রাতে আশুলিয়া জামগড়া এলাকার একটি ঝুটের গোডাউন থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান

আটককৃত আজাদ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ইউনুসের ছেলে।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া চলছে এমন খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল তৎপরতার সাথে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি ঝুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও ছুরি উদ্ধারসহ একজনকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!