গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে দুই মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩
গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও চৌরাস্তা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায়। সেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় চালক ও আরোহী দুজনই নিহত হন।
এ ঘটনার আধা ঘণ্টা পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকা অবস্থায় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান এবং চালকসহ দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,“রাজেন্দ্রপুর এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে, এবং আইনগত প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।





